• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের উত্তাপিত দাবি' বাস্তবায়নের আশ্বাস দিলেন- রঞ্জিত (এমপি)

  • ''
  • প্রকাশিত ২৭ মার্চ ২০২৪

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা:

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান এরঁ আহবানে সাড়ে দিয়ে যারা, দেশ- মাতৃকার সম্মান রক্ষায়, যারা জীবন বাজী রেখে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে, দীর্ঘ মাস- রক্তক্ষয়ী যুদ্ধে, ত্রিশ লক্ষ তাজা প্রাণ আর দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হাড়িয়ে, আমাদেরকে এনে দিয়েছে, লাল সবুজের পতাকা, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।সেই মহান বীরদের আত্মবলিদানের ঋণ, আমরা কোন দিন শোধ করতে পারবো না। উনাদের উত্তাপিত দাবি বাস্তবায়নের আশ্বাস প্রদান করে, ফুলের তোরা হাতে নিয়ে, বীরদের হাতে তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করেন , এড রঞ্জিত চন্দ্র সরকার (এমপি)।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১২টার সময় তাহিরপুর উপজেলার গণ মিলনায়তনে, উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণকে সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়। উক্ত সভায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে এসব কথা বলেন তিনি।

ছাড়াও তিনি আরও বলেন, জাতি জনক শেখ মুজিবুর রহমান এরঁ রুহের মাগফেরাত কামনা করে গভীর শ্রদ্ধা অঞ্জলি , ও জাতীয় চার নেতাসহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে,তাদের রুহের মাগফেরাত কামনা করে ২মিনিট নীরবতা পালন করছেন । সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন, পরিচালনায় উপজেলার আইসিসির প্রোগ্রামার কর্মকর্তা ইমরান হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুস সোবহান আখঞ্জী, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কর। সভায় বীর মুক্তিযোদ্ধার পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ড রফিকুল ইসলাম, বলেন, সকল মুক্তি যোদ্ধা পরিবারের যেন, বীর নিবাস খুব দ্রুত বাস্তবায়ন করা হয়, নিরাপদ পানির জন্য একটি করে নলকূপ স্থাপন। বিনা টিকেটে হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ সৃষ্টি,।

ট্যাকেরঘাট সাব সেক্টর এলাকায় একট বীর পল্লী করা। সব জায়গায় মুক্তি যোদ্ধাকে মূল্যায়নের দাবি উত্তাপন করেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে বিজয় র্যারী ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলী মুর্তজা, সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তারা, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সীতেশ পাল, উপজেলা কৃষিলীগের সভাপতি আলহাজ জিল্লুর রহমান আখঞ্জী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন দিপক, আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডারের সভাপতি খেলু মিয়াসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads